আজকে আমি কথা বলবো আমার পরিবার সম্পর্কে। আমার পরিবার হলো আমার বাবা,মা,আর আমার ছোট ভাইটি।
আমি: আমি মারজানা মিরা। আমি এবার একাদশ শ্রেনীতে পড়ছি।২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিবো আমি। আমি সারাদিন আমার পরিবার এবং পড়া লেখা নিয়েই থাকতে ভালোবাসি। আবসর সময়ে আমি ছবি আকঁতে পছন্দ করি,ডায়েরি লিখি,অথবা মোবাইল কিছুটা সময় কাটাই ভিডিও দেখে। মোবাইলে আমি ক্রাফট, মেহদী ডিজাইন ভিডিও দেখতে পছন্দ করি। তাছাড়াও বিভিন্ন রেসিপি ভিডিও দেখি,এবং মা এবং ভাইকে রান্না করে খাওয়াতে ভালোলাগে আমার কাছে।আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।আল্লাহ যেনো আশা পূরন করে।
মা: আমার মা একজন গৃহিণী। সারাদিন তিনি আমাদেরকে নিয়ে ভাবতে থাকেন।কিভাবে কি করলে আমাদের ভালো হয় এসবই যেনো তার একমাত্র চিন্তা। আমি এত বড় হয়ে গেছি কিন্তু তাও মা এর কাছে আমি এখনো ছোট। আমাকে আমার মা কোনো কাজ করতে দেয়না সব তিনি একাই করবেন। আর হ্যা আমার মা কিন্তু খুব সুন্দর জামা তৈরী করতে পারেন। তবে মা শুধু তার আর আমার জামা তৈরী করেন।তিনি নিজে ডিজাইন করবে নিজেই আবার সেলাই করবে।আমার মা সত্যিই অসাধারণ।
বাবা: আমার বাবা একজন প্রবাসী। সারাদিন তিনি আমাদের জন্য কষ্ট করছেন। মাথার ঘাম পায়ে তিনি আমাদের জন্য টাকা পাঠায়। আমার কাছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা। আমি যখন যা চেয়েছি তিনি তখন আমাকে তাই দিয়েছেন,উনার যদি সেই জিনিসটা আমাকে দিতে কষ্ট হতো তাও তিনি আমাকে দিতেন। মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি আমার বাবার কষ্ট টা কমিয়ে দিয়ে পারতাম,যদি আমি একটা ছোটখাটো চাকরি করতে পারতাম।অন্তত আমি আমার পরিবারটাকে চালানোর মতো যদি একটা চাকরি করতে পারতাম তাহলে বাবাকে আর এত কষ্ট করতে দিতাম না।বাবা এতো কষ্ট করে তাও তার কোনো চাহিদা নেই কোনো কিছুতেই। সবকিছুই যেনো আমাদের জন্য। ভালোবাসি তোমাকে বাবা।
ভাই: আমার ভাই আমার ছোট। সে এবার অষ্টম ক্লাসে পড়ছে।সে বড় হয়ে ইন্জিনিয়ারিং পড়তে চায়। দেখতে দেখতে ভাইটা আমার বড় হয়ে গেলো।সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য।
আমার এখন একটাই আশা! খুব তাড়াতাড়ি যেনো আমি আমার বাবার কষ্ট কমিয়ে পরিবারের দায়িত্ব আমার কাঁধে নিতে পারি।